ভারতীয় রান্নায় আদার ব্যবহার রয়েছে বেশ ভালমতো। এই মশলার রয়েছে অনেক গুণ। রোজ আদা খেলে প্রচুর উপকার পাবেন। শীতের দিনে আদা-চা খেলে গলা ব্যথায় আরাম পাবেন। কাশির সমস্যাও কমবে। নিয়মিত আদা খেলে আর কী কী উপকার পাবেন দেখে নিন একনজরে। রোজ আদা খেলে দূর হবে বদহজমের সমস্যা। গুরুপাক খাবার খেলে অনেক সময় পেট আইঢাই করে। সেই সমস্যাও কমবে। নিয়মিত আদা খেলে গ্যাস কিংবা অ্যাসিডিটির মতো সমস্যাও দূর হবে। আর্থ্রারাইটিস এবং পেশীর ব্যথা, ফুলে যাওয়া, টান ধরা এই জাতীয় সমস্যা কমাতে দারুণ ভাবে কাজ করে আদার রস। আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আদা। তাই সংক্রমণ রুখতে রোজ আদা খাওয়া উচিত। সকালে উঠে অনেকের শরীরে অস্বস্তি হয়। কারও বা গাড়ি চড়লেই গা গোলায়। এইসব সমস্যা নিমেষে দূর করে কয়েক কুচি আদা। ব্লাড সুগারের মাত্রা কমিয়ে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে আদা। তাই ব্লাড সুগারের সমস্যা থাকলে নিয়মিত খেতে পারেন আদা। আমাদের হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখতে সাহায্য করে আদা। এর পাশাপাশি কমায় ওজনও।