জ্যামের সঙ্গে ক্রোয়েসেন্টস পরিশোধিত কার্বোহাইড্রেট এবং চিনিতে ভরপুর হওয়ায় প্রোটিন এবং ফাইবার খুব কম বা একেবারেই নেই

Published by: ABP Ananda

ফলে এই খাবার যেমন পুষ্টি উপাদান তেমনই পেট ভরার জন্য যথেষ্ট নয়

Published by: ABP Ananda

কফিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, মেটবলিজ়ম বাড়াতেও সাহায্য করে ব্ল্যাক কফি

Published by: ABP Ananda

তবে শুধু কফি ব্রেকফাস্ট হলে পেট জ্বালা, অ্যাসিডিটির মতো সমস্যা হতে পারে

Published by: ABP Ananda

চিনি, পরিশোধিত স্টার্চ এবং কৃত্রিম রঙ দিয়ে ভরা থাকে সিরিয়াল

Published by: ABP Ananda

রক্তে শর্করার মাত্রাকে বাড়ায় এই খাবার যা ভবিষ্য়তের ক্ষেত্রে ক্ষতিকারক

Published by: ABP Ananda

ব্রেকফাস্টে ফলের রস পান করলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ে এবং খিদে বাড়ায়

Published by: ABP Ananda

সকালের স্মুদি খেলে ফল বা সবজির সঙ্গে প্রোটিন পাউডার মিশিয়ে বানাতে হবে

Published by: ABP Ananda

বেকন এবং সসেজ পেট ভরালেও, প্রসেসড ফুড হওয়ায় মোটেও স্বাস্থ্যকর নয়

Published by: ABP Ananda

প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট এবং প্রিজারভেটিভ ব্যবহার করায় একাধিক রোগের আশঙ্কা থাকে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda