যাঁদের শুষ্ক চুল, তাঁদের কাঠের চিরুনি ব্যবহারের ফলে চুল ছিঁড়তে পারে



কাঠের চিরুনি দিয়ে বারবার আঁচড়ালে চুল নিচের অংশ নষ্ট হয়ে যায়



কাঠের চিরুনি ব্যবহারে স্ক্যাল্পে চুলকানি, লালভাব হতে পারে



এই ধরনের চিরুনি ব্যবহারে অতিরিক্ত চুল ঝরতে পারে, বিশেষত ভেজা চুল আঁচড়ালে আরও ক্ষতি হতে পারে



চুলের ফলিকল নষ্ট করতে পারে কাঠের চিরুনি, তাতে চুল ঝরার আশঙ্কা বেশি থাকে



চুলের স্বাভাবিক অবস্থা নষ্ট করে পাশাপাশি চুলের প্রাকৃতিক তেল কমে যেতে পারে



বারবার কাঠের চিরুনি ব্যবহারে চুলে বেশি জট পড়তে পারে



চুলের নিয়মিত এই চিরুনি ব্যবহারের ফলে চুল বেশি রুক্ষ হয়ে যায়



কিছু চুলের ধরন, যেমন কোঁকড়া চুলে এই ধরনের চুল ব্যবহারে অনেক বেশি চুল ছিঁড়ে যায়



ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।