সকাল সকাল অফিস ঢুকেছেন সবে, ব্যস হাই ওঠা শুরু হল।



ভাবছেন, এই তো ঘুম থেকে উঠে এলেন, তাও হাই কেন !



বহু মানুষই সারাদিনই থেকে-থেকে হাই তোলেন।



হাই তোলার কারণ হতে পারে শরীরের মধ্যে লুকিয়ে থাকা কোনও রোগ।



ইনসোমনিয়া বা মাত্রাতিরিক্ত স্ট্রেসের জন্য কাজের মাঝে হাই ওঠে।



যাঁরা স্লিপ অ্যাপনিয়ার সমস্যায় ভোগেন, তাঁদেরও দিনভর হাই ওঠে।



হাই ওঠার সঙ্গে সঙ্গে যদি বুকে অস্বস্তি থাকে, তাহলে হার্টের অসুখ হয়ে থাকতে পারে।



মস্তিষ্কের কোষের অত্যাধিক ক্ষতির জন্যও বার বার হাই উছতে পারে।



হতে পারে লিভারের সমস্যার লক্ষণ। ক্লান্তি ছাড়াই বার বার হাই উঠলে সতর্ক হোন।



অনেক সময় ওষুধের প্রভাবে বেশ কিছু ওষুধের প্রভাবে বেশি হাই ওঠে ।