বাথরুমে সাবান কি
তাড়াতাড়ি গলে যাচ্ছে?


না ভাঙবে, না গলবে, সাবান
দীর্ঘদিন চলবে এই সব উপায়ে...


জলের বালতি বা শাওয়ার
থেকে দূরে রাখুন সাবান


সাবান মাখা হয়ে গেলে
সেটিকে শুকোতে দিন


হাওয়া বাতাস খেলে
এমন জায়গায় রাখুন সাবান


যেখানে সেখানে ফেলে রাখবেন না,
সাবান রাখতে কিনুন কেস


অনেকদিন একটানা ব্যবহারে
ক্ষয়ে টুকরো হয়ে যায় সাবান


সেগুলি জড়ো করে জালে ভরুন,
স্নান করার সময় গায়ে ঘষে নিন


সরাসরি জলেসাবান না ভিজিয়ে,
লুফায় লাগিয়ে নিন সাবান


গরম জলের পরিবর্তে ঠান্ডা জলে স্নান করুন,
সাবান তাড়াতাড়ি ফুরোবে না এতে


টুকরো কেটে একটি করে ব্যবহার করুন,
এতে সাবানের অপচয় হবে না, চলবেও অনেক দিন