অকাল বার্ধক্য রোধ করে গ্রিন টি এক কাপ গ্রিন টি তৈরি করে ঠান্ডা হওয়ার পর তুলো বা ফেসিয়াল সঙ্গে মিশিয়ে ব্যবহার করা যায় প্রদাহ বিরোধী উপাদান সহ গ্রিন টি ব্রণ কমায় ঠান্ডা গ্রিন টি ব্রণ অংশে তুলোতে ভিজিয়ে দেওয়া যায় রোদে পোড়া ভাব থেকে মুক্তি দেয় গ্রিন তৈরি করে ঠান্ডা করে নিতে হবে এরপর নরম কাপড় এবং তুলোর প্যাডে দিতে হবে শুষ্ক ত্বক যাঁদের তাঁদের ত্বক হাইড্রেট রাখতে পারে গ্রিন টি ময়শ্চারাইজারের সঙ্গে সামান্য পরিমাণ গ্রিন টি মিশিয়ে নিতে পারেন চোখের তলার ফোলাভাব এবং ডার্ক সার্কেল কমায় ঠান্ডা জলে গ্রিন টি-র ব্যাগ ভিজিয়ে তা চোখের তলায় এবং ডার্ক সার্কেলে দিতে পারেন