রাসায়নিক দিয়ে বাড়ানো হয় এই সবজিগুলির ফলন, খাবার আগে জেনে নিন

Published by: ABP Ananda
Image Source: pexels

বর্তমানে বাজারে চারিদিকে ভেজালের খেলা চলছে।

Image Source: pexels

এখন প্যাকেট করা জিনিসের সঙ্গে সবজি ও ফলেও এর ঝুঁকি অনেক বেড়ে গিয়েছে।

Image Source: pexels

বলা হয় যে, শস্যের উৎপাদন বাড়াতে এবং সবজিকে দ্রুত বড় করতে সেগুলিতে রাসায়নিকের ইনজেকশন দেওয়া হয়।

Image Source: pexels

অক্সিটোসিন ইনজেকশন দিয়ে সবজি দ্রুত তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছে।

Image Source: pexels

কোন কোন সবজিতে এই ঝুঁকি বেশি থাকে ?

Image Source: pexels

ইনজেকশন দিয়ে সবচেয়ে বেশি লাউ এবং কুমড়োর ফলন বাড়ানো হয়।

Image Source: pexels

এর সঙ্গে সঙ্গে ক্যাপসিকাম ও শসার উৎপাদনেও রাসায়নিকের প্রয়োগ বেশি থাকে।

Image Source: pexels

এছাড়াও আরো অনেক সবুজ সবজিতে ইনজেকশন দেওয়া হয়।

Image Source: pexels

এই ধরনের রাসায়নিক প্রয়োগ করা সবজি খেলে হাঁপানি, আলসার, লিভার এবং কিডনিতে ফোলাভাবের মতো মারাত্মক সমস্যা হতে পারে।

Image Source: pexels