প্রথমত আপনাকে পর্যাপ্ত জল পান করতে হবে।

Image Source: pexels

আপনি হাইড্রেটেড থাকলে ঠোঁট আর্দ্র থাকবে।

Image Source: pexels

আপনি লিপ বাম ব্যবহার করতে পারেন।

Image Source: pexels

যা আপনি সকাল ও সন্ধ্যায় লাগাতে পারেন।

Image Source: pexels

রাতে গ্লিসারিন ও গোলাপ জলের মিশ্রণ ঠোঁটে লাগান।

Image Source: pexels

মহিলারা লিপস্টিক লাগানোর আগে অবশ্যই লিপ বাম লাগান।

Image Source: pexels

ঠোঁটকে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচান।

Image Source: pexels

ঠোঁট জিহ্বা দিয়ে ঘষবেন না, এতে সেগুলি আরও শুকিয়ে যায়।

Image Source: pexels

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ।

Image Source: pexels

এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: pexels