ত্বকে অ্য়ালার্জির সম্ভাবনা থাকলে তা রং করলে আরও বাড়ে
চুল রং করার সময় রাসায়নিকের ব্যবহার হয়, যা চুলকে ক্ষতি করতে পারে
আপনি যদি চুলে মাঝে মাঝেই রং করেন তবে, চুলের ঘনত্ব এবং মান নষ্ট হবে
চুলে প্রোটিনের অভাব হয়, মাথার ত্বক শুষ্ক হয়ে যেতে পারে
চুলে ব্যবহৃত রাসায়নিকের জন্য শ্বাসকষ্ট, হাঁপানির মতো সমস্যাও দেখা যায়
অন্তঃসত্ত্বা অবস্থায় চুলে রং করাতেও বারণ করেন চিকিৎসকেরা
চুলে রং ব্যবহারে ক্যান্সারের সম্ভাবনাও বেড়ে যায়
চোখের ক্ষতিও করতে পারে চুলে ব্যবহৃত রংয়ের রাসায়নিক বিক্রিয়ায়
প্রাকৃতিক কালো চুলই সৌন্দর্য্য় বাড়ায় বাঙালিদের