সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস করতে হবে, এতে শরীরচর্চা সহ অন্যান্য় কাজ করার জন্য সময় পাওয়া যায়
January 23, 2025
Published by: ABP Ananda
হাইড্রেট থাকতে হবে, তাই সকাল থেকেই পর্যাপ্ত পরিমাণ জল পান করা উচিত, এতে টক্সিনও বেরিয়ে যাবে
January 23, 2025
Published by: ABP Ananda
জলখাবারে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন, তাতে ক্রেভিং এবং বেশি খাওয়ার প্রবণতা কমবে
January 23, 2025
Published by: ABP Ananda
শরীরচর্চা করতে হবে নিয়মিত, যোগাসন করতে হবে প্রতিদিন, এতে ক্যালোরি কমবে এবং মেজাজও ঠিক থাকবে
January 23, 2025
Published by: ABP Ananda
যখন তখন খাওয়ার অভ্যাস কমাতে, দিনে কখন কী খাবেন তার একটা তালিকা তৈরি করতে হবে
January 23, 2025
Published by: ABP Ananda
দুপুরে খাওয়ার আগে স্বাস্থ্যকর স্ন্যাকস যেমন বাদাম, ফলের মতো খাবার খেতে হবে
January 23, 2025
Published by: ABP Ananda
মিষ্টিযুক্ত পানীয়র পরিবর্তে প্রচুর জল, ব্ল্যাক কফি, গ্রিন টি পান করা যেতে পারে
January 23, 2025
Published by: ABP Ananda
লক্ষ্য স্থির রেখে প্রতিদিন হাঁটতে হবে, তাতে ক্যালোরি ঝরবে এবং মেজাজও থাকবে ঠিক
January 23, 2025
Published by: ABP Ananda
সকালে ঘুম থেকে উঠে যোগাসন করার অভ্যাস করতে হবে, তাতে মননশীলতা বাড়বে
January 23, 2025
Published by: ABP Ananda
সকালে স্ক্রিন টাইম কমাতে হবে, কাজ বাদ দিয়ে অন্য়ান্য সময় দেখা যাবে না টিভি বা মোবাইল
January 23, 2025
Published by: ABP Ananda
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।