শীতকাল আসছে, এমন সময়েই চিন্তা ফেলে ত্বকের আর্দ্রতা। আরও বেশি সমস্যা হয় ঠোঁট নিয়ে

শীতকালে ঠোঁট ফেটে যাওয়া রুখতে কয়েকটি বিষয় মেনে চলতেই হবে।

বারবার ঠোঁটে জিভ লাগানো বন্ধ করতে হবে, এই অভ্যেসে ঠোঁট দ্রুত শুকিয়ে যায়

লিপ বাম এই সময়ে সুরাহা দেবে। পছন্দসই লিপবাম হাতের কাছে রাখুন।

ডিহাইড্রেশন হলে ঠোঁট শুকোবে। শীতকালে তেষ্টা না পেলেও পরিমিত জল খেতেই হবে।

ভিটামিনের অভাব যেন না হয়। ফল-সবজি রাখতে হবে পাতে

মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন প্রয়োজন। ঠোঁটেও নির্দিষ্ট সময় অন্তর এমনটা করতে হবে।

অল্প চিনি বা চিনির গুঁড়ো এবং মধু মিশিয়ে ঠোঁটে আলতো করে ঘষতে হবে। এরপর উষ্ণ জলে ধুয়ে লিপবাম লাগাতে হবে। মিটতে পারে ঠোঁট ফাটার সমস্যা

রাতে ঘুমনোর আগে জল দিয়ে ধুয়ে-মুছে, নিয়মিত লিপবাম বা পেট্রোলিয়াম জেলি জাতীয় কিছু ঠোঁটে লাগালে উপকার মিলবে

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।