পড়ছে শীত। বাড়ছে ত্বকের শুষ্কতা। ত্বক মাছের আঁশের মতো দেখাচ্ছে।



প্রতিদিন ত্বকের জন্য হাজার হাজার টাকা ব্যয় করছেন হয়ত, কিন্তু চাইলে কিছু সহজ ঘরোয়া প্রতিকারই বাঁচাতে পারে ত্বকের স্বাস্থ্য।



ত্বকের শুষ্কতা এবং চুলকানি কমাতে সাহায্য করতে পারে অ্যালোভেরার জেল।



অ্যালোভেরা জেলে মধু মেশান। মিশ্রণটি মসৃণ না হওয়া পর্যন্ত মেশাতে থাকুন।



এই মিশ্রণ ১৫ থেকে ২০ মিনিটের জন্য রেখে দিন। তারপর হালকা গরম জল দিয়ে ত্বক পরিষ্কার করুন।



অ্যালোভেরা জেলে দুই চামচ শসার রস যোগ করুন আর দিন চালের গুঁড়ো।



এই মিশ্রণ দিয়ে ম্যাসাজ করুন। এতে স্ক্রাবিংও হবে। ময়শ্চরাইজিংও হবে।



ব্রণর সমস্যা সমাধান করতে ম্যাজিকের মতো কাজ করে অ্যালোভেরা জেল ও টি-ট্রি অয়েলের মিশ্রণ।



এবার তুলোর বলের সাহায্যে এটি আপনার ব্রণ ও দাগের উপর লাগান।



এই স্পট ট্রিটমেন্ট খুব কার্যকরী। টি-ট্রি অয়েলের অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলিকে মেরে ফেলে ।