বিশ্বের সবচেয়ে বড় ইন্সট্যান্ট নুডলস কাপ, ওজন ৫১ কেজি ভাবতে পারেন ? আমরা সকলেই ইনস্ট্যান্ট নুডলস খেয়ে থাকি। ২ মিনিটে তৈরি হওয়া এই ইনস্ট্যান্ট নুডলস খাওয়া-দাওয়ার দুনিয়ায় একটা বিপ্লব দ্রুত তৈরি হয় আর অসম্ভব টেস্টি খাবার নুডলস। এবার ৫১ কেজির ইনস্ট্যান্ট নুডলস তৈরি করল চিন। এই নুডলস কাপটি তৈরি করেছে চীনা ফুড কোম্পানি গুয়াংজি লুওবাওয়াং ফুড টেকনোলজি সূত্রের খবর, এটি তৈরিতে সেদ্ধ চাল, শামুক ও শূকরের হাড় ব্যবহার করা হয়। অনেকেই এই নুডলসের উৎকট গন্ধ সহ্য় করতে পারেন না। তবে চিনাদের কাছে এই খাবার খুবই উপাদেয়। আর বেশ জনপ্রিয়। এই নুডলসের প্যাক একটা পরিবারও খেয়ে শেষ করতে পারবে না। ভারতে এই নুডলস পাওয়া যায় না। তবে অনেকেই মনে করেন, এর গন্ধ সহ্য করতে পারবে না অনেকেই।