মাসের পর মাস চলবে সিলিন্ডার কিন্তু কীভাবে তা সম্ভব?

নিয়মিত দেখে নিতে হবে বার্নার, পাইপ ও সিলিন্ডারের মুখটিকে

দেখুন কোথাও গ্যাস লিক করছে কিনা কিংবা বার্নারে হলুদ শিখা জ্বলছে কি না

ফুল-ফ্লেম বা একদম লো-ফ্লেমে নয় মাঝারি আঁচে রান্না করুন

কোনো জিনিস শুধুমাত্র সেদ্ধ করতে প্রেসার কুকারে করতে পারেন

বারবার চা করলে গ্যাস বেশি পোড়ে তাই চা করে থার্মোফ্লাক্সে রাখতে পারেন

গ্যাস বাঁচানোর জন্য মাইক্রোওয়েভ বা ইনডাকশনও ব্যবহার করতে পারেন