'যদি শান্তি চাও মা, কারও দোষ দেখোনা দোষ দেখবে নিজের' জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার ভালোবাসায় সবকিছু হয়, জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায়না ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে? নিন্দা ঠাট্টা করতে পারে সব্বাই সংসারে কেমন করে থাকতে হয় জানো, যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন মনটাকে বসিয়ে আলগা না দিয়ে, কাজ করা ঢের ভালো মন আলগা হলেই যত গোল বাধায় সৎ সঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে আমি সত্যি কারের মা, গুরুপত্নী নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী