এবার ইভি স্পেসেও আলোড়ন সৃষ্টির ইঙ্গিত দিয়েছে ভারতীয় গাড়ি প্রস্তুতকারী কোম্পানি মহিন্দ্রা।

লন্ডনে মেগা ইভেন্টে Mahindra তার নতুন বৈদ্যুতিক গাড়ির কনসেপ্ট দেখিয়েছে।

এই নকশার ওপর ভিত্তি করে কোম্পানির পাঁচটি বৈদ্যুতিক SUV তৈরি হবে৷ কোম্পানি জানিয়েছে, ফক্সওয়াগনের এই প্ল্যাটফর্মে MEB যন্ত্রাংশ ব্যবহার করবে।

Mahindra XUV-e1, XUV-e2, XUV-e3, XUV-e5, XUV-e6, XUV-e7, XUV-e8-এর মতো নাম দিয়ে তার আসন্ন বৈদ্যুতিক গাড়িগুলি বাজারে আনবে৷

কোম্পানি জানিয়েছে, প্রথমে তার XUV.e রেঞ্জ বিক্রি করবে। যার XUV.e8 মডেলটি ২০২৪ সালের ডিসেম্বরে আসবে।

BE রেঞ্জ BE.05 coupe-SUV দিয়ে শুরু হবে, যা অক্টোবর ২০২৫ সালে উৎপাদন শুরু করবে। এটি হবে স্পোর্টস ইলেকট্রিক ভ্যেহিক্যাল অর্থাৎ SEV।

এই গাড়ি বিলাসবহুল ডিজাইনের সঙ্গে অ্ত্যাধুনিক প্রযুক্তি নিয়ে আসবে। অন্তত কনসেপ্ট দেখে তেমনই আশা করছেন ক্রেতারা।

এর হেডলাইট ও বড় এয়ারড্যামের সামনের নকশাটি নজর কাড়বেই। এর বনেটে একটি এয়ার-ডাক্ট ডিজাইন ও অনেক শার্প কাট ক্রিজ থাকবে।

Mahindra অক্টোবর ২০২৬-এ BE.07 SUV-এর উৎপাদন শুরু করতে পারে।

BE রেঞ্জের পরবর্তী গাড়ি লঞ্চ করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে কোম্পানি। এই রেঞ্জের শেষ গাড়ি BE.09। যা BE.05-এর মতো একটি কুপে-SUV৷