মিস ইউনিভার্সের মুকুট মাথায় ওঠার পর থেকে 'সিঙ্গল মাদার' হিসেবে প্রথম কন্যাসন্তান দত্তক নেন। কয়েক বছর পর দ্বিতীয় কন্যাকে একই ভাবে বাড়ি আনেন সুস্মিতা। একা হাতে দুই মেয়েকে বড় করছেন। পাশাপাশি একাধিক সম্পর্কও হয়েছে তাঁর। কিন্তু কোনওটাই বিয়ের মণ্ডপ পর্যন্ত গড়ায়নি। কেন? 'সিঙ্গল মাদার' হওয়ার জেরেই কি বাধা? 'জীবনে একাধিক পুরুষের ঘনিষ্ঠ হয়েছি। কিন্তু তাঁরা প্রত্যেকেই হতাশ করেছেন'- বললেন সুস্মিতা সেন। মেয়েরা নয়, তাঁর বিয়ে না করার আসল কারণ কাছের মানুষটির কাছ থেকে পাওয়া এই হতাশা। সিঙ্গল মাদার হিসেবে মেয়েদের বড় করার পাশাপাশি নিজের সম্পর্ক, কোনও কিছুই আড়াল করেননি এই বঙ্গতনয়া। বরাবর নিজের শর্তে বেঁচেছেন, মেয়েদেরও খোলাখুলি জানিয়েছেন সব কিছু। হালে টুইঙ্কল খান্নার সঙ্গে একটি চ্যাট শোয়ে বিয়ে না করা নিয়েও অকপট তিনি।