১ জুলাই আজ থেকে দেশের আর্থিক নিয়মে বেশকিছু পরিবর্তন হয়েছে। প্যান-আধার লিঙ্ক থেকে ক্রেডিট কার্ডের নিয়মে বদল প্রভাব ফেলবে সাধারণ মানুষের পকেটে।

১ জুলাই থেকে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত যারা প্যান-আধার লিঙ্ক করবেন, তাদের ৩০ জুন পর্যন্ত ৫০০ টাকা জরিমানার পরিবর্তে এবার ১০০০ টাকা দিতে হবে।

এবার থেকে ক্রেডিট কার্ড কোম্পানিগুলো গ্রাহকদের কাছে অবাঞ্ছিত ক্রেডিট কার্ড পাঠাতে পারবে না।

যদি ক্রেডিট কার্ডটি গ্রাহকের অনুরোধ অনুযায়ী সাতটি কর্মদিবসের মধ্যে বন্ধ না করা হয়, তাহলে প্রতিদিন গ্রাহককে ৫০০ টাকা দিতে হবে কোম্পানিকে।

ডাক্তার, ইনফ্লুয়েন্সার ও এই জাতীয় ব্যক্তি যারা কোম্পানি থেকে বিনামূল্যে জিনিস পাবেন তাদের ১ জুলাই থেকে প্রাপ্তির জন্য আলাদা কর দিতে হবে।

২০২২ ইনকাম-ট্যাক্স অ্যাক্ট নতুন ধারা 194R সংযোজন করেছে সরকার। সেই অনুযায়ী যারা এই ধরনের সুবিধা পাবেন তাদের ১০ শতাংশ হারে TDS দিতে হবে।

যারা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেন তাদের ১ জুলাই, শুক্রবার থেকে TDS দিতে হবে। ২২ জুন সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) এই বিজ্ঞপ্তি জারি করেছে।

এবার ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ১৯৮ টাকা কমানো হয়েছে। শুক্রবার, ১ জুলাই থেকে কার্যকর হয়েছে এই নতুন রেট।

সরকার ডিম্যাট অ্যাকাউন্টের কেওয়াইসি করার সময়সীমা দিয়েছিল ৩০ জুন।

যারা KYC আপডেট করেননি তাদের ডিম্যাট অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে আজ থেকে।