Image Source: Pexels, Pixabay

গাড়ি কিনতে চাইছেন। নানা গাড়ির মধ্যে একটি মডেল পছন্দও হল। এবার আরেক ভাবনা। গিয়ার অপশন কী হবে?

Image Source: Pexels, Pixabay

ম্যানুয়াল এবং অটোমেটিক-দুই ধরনের গিয়ারবক্স অপশন থাকে। কোনটা কিনবেন তা ভাবতে হয় অনেককেই। বিশেষ করে প্রথমবার কেনার সময়।

Image Source: Pexels, Pixabay

ম্যানুয়াল গিয়ারবক্স গাড়ি চালানোর পুরনো পদ্ধতির অনুভূতি দেয়। এর উদ্দীপনা আলাদা, কিন্তু পরিশ্রম অনেক বেশি, বিশেষ করে যানজটে।

Image Source: Pexels, Pixabay

অটোমেটিক গিয়ারবক্স গাড়ি চালানোর পরিশ্রম অনেক কমিয়ে দেয়। শহুরে যানজটে সবচেয়ে সহজে গাড়ি চালানো যায়।

Image Source: Pexels, Pixabay

ম্যানুয়াল গাড়ির দাম অটোমেটিকের তুলনায় অনেকটাই কম। দেখভালের খরচও তুলনায় একটু কম।

Image Source: Pexels, Pixabay

অটোমেটিক গিয়ারবক্স বিভিন্ন ধরনের হয়। এক একটি সেগমেন্টের গাড়িতে এক একরকম। সবকটিই ম্যানুয়াস থেকে বেশি।

Image Source: Pexels, Pixabay

তবে অটোমেটিক গিয়ারবক্স হলে তার জন্য আলাদা করে মেইনটেনেন্সের কোনও খরচ নেই। বাকি দেখভাল ২টি গাড়িরই সমান।

Image Source: Pexels, Pixabay

আগে অটোমেটিক গাড়িতে মাইলেজ কম হতো। কিন্তু ইদানিং কালের অটোমেটিক গাড়ি, ম্যানুয়ালের মতোই মাইলেজ দেয়।

Image Source: Pexels, Pixabay

AMT-অর্থাৎ অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন। এতে অটোমেটিক গিয়ারের সুবিধা পাওয়া যায়, তেমনই ম্যানুয়ালের সুবিধাও মেলে।

Image Source: Pexels, Pixabay

অটোমেটিক গিয়ারের গাড়ি চালানো সহজ। যাঁরা প্রথম গাড়ি চালানো শিখেছেন, ম্যানুয়াল গাড়িতে হিমসিম খাচ্ছেন, তাঁরা অটোমেটিকে সহজেই অভ্যস্ত হতে পারেন।