Image Source: Pexels, Pixabay

গাড়ি কিনতে চাইছেন। নানা গাড়ির মধ্যে একটি মডেল পছন্দও হল। এবার আরেক ভাবনা। গিয়ার অপশন কী হবে?

Image Source: Pexels, Pixabay

ম্যানুয়াল এবং অটোমেটিক-দুই ধরনের গিয়ারবক্স অপশন থাকে। কোনটা কিনবেন তা ভাবতে হয় অনেককেই। বিশেষ করে প্রথমবার কেনার সময়।

Image Source: Pexels, Pixabay

ম্যানুয়াল গিয়ারবক্স গাড়ি চালানোর পুরনো পদ্ধতির অনুভূতি দেয়। এর উদ্দীপনা আলাদা, কিন্তু পরিশ্রম অনেক বেশি, বিশেষ করে যানজটে।

Image Source: Pexels, Pixabay

অটোমেটিক গিয়ারবক্স গাড়ি চালানোর পরিশ্রম অনেক কমিয়ে দেয়। শহুরে যানজটে সবচেয়ে সহজে গাড়ি চালানো যায়।

Image Source: Pexels, Pixabay

ম্যানুয়াল গাড়ির দাম অটোমেটিকের তুলনায় অনেকটাই কম। দেখভালের খরচও তুলনায় একটু কম।

Image Source: Pexels, Pixabay

অটোমেটিক গিয়ারবক্স বিভিন্ন ধরনের হয়। এক একটি সেগমেন্টের গাড়িতে এক একরকম। সবকটিই ম্যানুয়াস থেকে বেশি।

Image Source: Pexels, Pixabay

তবে অটোমেটিক গিয়ারবক্স হলে তার জন্য আলাদা করে মেইনটেনেন্সের কোনও খরচ নেই। বাকি দেখভাল ২টি গাড়িরই সমান।

Image Source: Pexels, Pixabay

আগে অটোমেটিক গাড়িতে মাইলেজ কম হতো। কিন্তু ইদানিং কালের অটোমেটিক গাড়ি, ম্যানুয়ালের মতোই মাইলেজ দেয়।

Image Source: Pexels, Pixabay

AMT-অর্থাৎ অটোমেটেড ম্যানুয়াল ট্রান্সমিশন। এতে অটোমেটিক গিয়ারের সুবিধা পাওয়া যায়, তেমনই ম্যানুয়ালের সুবিধাও মেলে।

Image Source: Pexels, Pixabay

অটোমেটিক গিয়ারের গাড়ি চালানো সহজ। যাঁরা প্রথম গাড়ি চালানো শিখেছেন, ম্যানুয়াল গাড়িতে হিমসিম খাচ্ছেন, তাঁরা অটোমেটিকে সহজেই অভ্যস্ত হতে পারেন।

Thanks for Reading. UP NEXT

ফোন হারালেও নো টেনশন

View next story