হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্ষেত্রে অ্যাডমিনদের হাতে এবার আসতে চলেছে আরও বেশি ক্ষমতা। 'আডমিন রিভিউ' ফিচার চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপ অ্যাডমিনদের হাতে আরও ক্ষমতা দেওয়া হবে এর ফলে অ্যাডমিনরা ভালভাবে হোয়াটসঅ্যাপের গ্রুপ মডারেট করতে পারবেন। নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যরা গ্রুপ অ্যাডমিনের কাছে নির্দিষ্ট কোনও মেসেজ নিয়ে রিপোর্ট করতে পারবেন। 'অ্যাডমিন রিভিউ' ফিচার চালু হলে গ্রুপের একজন বা একাধিক সদস্য কোনও মেসেজ নিয়ে অ্যাডমিনের কাছে রিপোর্ট করতে পারেন। যদি অ্যাডমিনের মনে হয় তাহলে তিনি ওই নির্দিষ্ট মেসেজের ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবেন। সরাসরি ওই মেসেজ গ্রুপ থেকে ডিলিট করে দেওয়ার সুবিধা পাবেন তাঁরা। কোনও মেসেজ রিপোর্ট করা হলে তা কেবলমাত্র গ্রুপের অ্যাডমিনই জানতে পারবেন বা দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে কোনও মেসেজের মাধ্যমে নিয়ম লঙ্ঘন করলে তার বিরুদ্ধে রিপোর্ট করা যাবে।