Image Source: PTI, Getty, Pexels

বিল মেটানো থেকে ব্যাঙ্কিং লেনদেন, সবই এখন মোবাইল নির্ভর।

Image Source: PTI, Getty, Pexels

হঠাৎ ফোন হারালে বিষম বিপদে পড়তে হয় আমাদের। ঝক্কিও অনেক।

Image Source: PTI, Getty, Pexels

এই বিপদ কমাতেই এখন এসেছে Sanchar Saathi বা CEIR Mobile Tracker

Image Source: PTI, Getty, Pexels

ফোন হারিয়ে গেলে সরকারি এই পোর্টালে ব্লক করা যায় সেটি। কয়েকটি সহজ ধাপেই হবে কাজ।

Image Source: PTI, Getty, Pexels

প্রথমেই সময় নষ্ট না করে থানায় FIR করতে হবে। সেই কপির স্ক্যান করিয়ে রাখতে হবে।

Image Source: PTI, Getty, Pexels

মোবাইল সার্ভিস প্রোভাইডারের থেকে হারিয়ে যাওয়া নম্বরের ডুপ্লিকেট সিম বের করুন। কারণ সেই নম্বর দিতে হবে পোর্টালে, তাতেই OTP আসবে।

Image Source: PTI, Getty, Pexels

এরপরেই খুলে ফেলুন CEIR-এর ওয়েবসাইট বা অ্যাপ। সেখানে মোবাইল নম্বর, মডেল নম্বর, IMEI নম্বর এবং কোন জায়গা থেকে ফোন হারিয়েছে সেই তথ্য দিতে হবে।

Image Source: PTI, Getty, Pexels

ওয়েবসাইটে ওই ফর্ম জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই FIR-এর স্ক্যানড কপিও জমা দিতে হবে। এরপর সাইটের মাধ্যমেই ওই ফোন ব্লক করার আবেদন করতে হবে।

Image Source: PTI, Getty, Pexels

তাহলেই ২৪ ঘণ্টার মধ্যে ফোন ব্লক হয়ে যাবে। এর ফলে সারা ভারতে কোনও নেটওয়ার্কেই ওই ফোন ব্যবহার করা যাবে না।

Image Source: PTI, Getty, Pexels

ব্লক হলেও পুলিশ ওই ফোন ট্র্যাক করতে পারবে। কী অবস্থায় রয়েছে সেই কাজ তা সাইটের মাধ্যমেই দেখে নিতে পারবেন অভিযোগকারী।