Image Source: PTI, Getty, Pexels

বিল মেটানো থেকে ব্যাঙ্কিং লেনদেন, সবই এখন মোবাইল নির্ভর।

Image Source: PTI, Getty, Pexels

হঠাৎ ফোন হারালে বিষম বিপদে পড়তে হয় আমাদের। ঝক্কিও অনেক।

Image Source: PTI, Getty, Pexels

এই বিপদ কমাতেই এখন এসেছে Sanchar Saathi বা CEIR Mobile Tracker

Image Source: PTI, Getty, Pexels

ফোন হারিয়ে গেলে সরকারি এই পোর্টালে ব্লক করা যায় সেটি। কয়েকটি সহজ ধাপেই হবে কাজ।

Image Source: PTI, Getty, Pexels

প্রথমেই সময় নষ্ট না করে থানায় FIR করতে হবে। সেই কপির স্ক্যান করিয়ে রাখতে হবে।

Image Source: PTI, Getty, Pexels

মোবাইল সার্ভিস প্রোভাইডারের থেকে হারিয়ে যাওয়া নম্বরের ডুপ্লিকেট সিম বের করুন। কারণ সেই নম্বর দিতে হবে পোর্টালে, তাতেই OTP আসবে।

Image Source: PTI, Getty, Pexels

এরপরেই খুলে ফেলুন CEIR-এর ওয়েবসাইট বা অ্যাপ। সেখানে মোবাইল নম্বর, মডেল নম্বর, IMEI নম্বর এবং কোন জায়গা থেকে ফোন হারিয়েছে সেই তথ্য দিতে হবে।

Image Source: PTI, Getty, Pexels

ওয়েবসাইটে ওই ফর্ম জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই FIR-এর স্ক্যানড কপিও জমা দিতে হবে। এরপর সাইটের মাধ্যমেই ওই ফোন ব্লক করার আবেদন করতে হবে।

Image Source: PTI, Getty, Pexels

তাহলেই ২৪ ঘণ্টার মধ্যে ফোন ব্লক হয়ে যাবে। এর ফলে সারা ভারতে কোনও নেটওয়ার্কেই ওই ফোন ব্যবহার করা যাবে না।

Image Source: PTI, Getty, Pexels

ব্লক হলেও পুলিশ ওই ফোন ট্র্যাক করতে পারবে। কী অবস্থায় রয়েছে সেই কাজ তা সাইটের মাধ্যমেই দেখে নিতে পারবেন অভিযোগকারী।

Thanks for Reading. UP NEXT

হোয়াটসঅ্যাপে 'লক' করা যাবে চ্যাট

View next story