হোয়াটসঅ্যাপে চালু হয়েছে নতুন চ্যাট লক ফিচার। বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সানে চালু হয়েছে হোয়াটসঅ্যাপের এই ফিচার। নতুন ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট চ্যাট লক করে রাখা যাবে। একাধিক চ্যাটের ক্ষেত্রেও প্রযোজ্য হবে হোয়াটসঅ্যাপের লক চ্যাট ফিচার। হোয়াটসঅ্যাপে এই ফিচার চালু করে দিলে নির্দিষ্ট চ্যাটের সব মেসেজ লক হয়ে যাবে। যতক্ষণ না আনলক ফিচার চালু হবে ততক্ষণ কোনও মেসেজ দেখা যাবে না। পাসওয়ার্ড বা বায়োমেট্রিকের মাধ্যমে পুরো হোয়াটসঅ্যাপ অ্যাপ লক করার ফিচার আগেই চালু হয়েছিল। এবার নির্দিষ্ট চ্যাটের ক্ষেত্রে ও হাজির এই নতুন ফিচার। হোয়াটসঅ্যাপের চ্যাট লক ফিচারের সাহায্যে আরও বাড়ল ইউজারদের নিরাপত্তা। হোয়াটসঅ্যাপে নতুন এই ফিচার চালু হওয়ার কথা ফেসবুকে জানিয়েছেন মেটা সিইও মার্ক জুকেরবার্গ।