দেরিতে হলেও ফিরল চেতনা, সৌন্দর্যে আর বিধিনিষেধ নয় নীতি পাল্টাল আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভাভার্স আগে শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই অংশ নিতে পারতেন এ বার উঠল সেই বাধা, রইস না ভেদাভেদ বিবাহিত এবং মায়েরাও এখন অংশ নিতে পারবেন তবে বয়স হতে হবে ১৮ থেকে ২৮-এর মধ্যে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় এই বদলে খুশি সকলে যুগোপযোগী সিদ্ধান্ত বলে প্রশংসা করছেন সকলেই তবে এতে সৌন্দর্যের যাবতীয় সংজ্ঞা কি মুছে যাবে! প্রশ্ন থাকছেই, তবে একটু হলেও এগনো গেল