বহুদিনের প্রতীক্ষার অবসান। শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজর্ষি দে পরিচালিত 'মায়া'।

সম্প্রতি শহরের এক শপিং মলে হয়ে গেল ছবির মিউজিক লঞ্চ। হাজির ছিলেন সমস্ত কলাকুশলীরা।

উইলিয়াম শেক্সপিয়র রচিত 'ম্যাকবেথ' থেকে অনুপ্রাণিত ছবি 'মায়া'।

লোভ, উচ্চাকাঙ্ক্ষা, পাপ ও দুর্নীতির খেলায় মাতবেন একগুচ্ছ কলাকুশলী। প্রসঙ্গত, এই প্রথম কোনও বাংলা ছবিতে ম্যাকবেথের রূপান্তর করা হল।

মূল প্লট, সেই সঙ্গে সামঞ্জস্য রেখে একাধিক সাবপ্লট। একাধিক চরিত্রের লোভ, উচ্চাশা, হৃদয়হীনতা ও নিরঙ্কুশ ক্ষমতার অন্বেষণ, দেখা যাবে ছবিতে।

দেবদাস বন্দ্যোপাধ্যায়, রোহিত বন্দ্যোপাধ্যায়ের প্রযোজনায় এই ছবিতে রাফিয়াত রশিদ মিথিলা সহ টলিউডের ১৯জন জনপ্রিয় অভিনেতা রয়েছেন।

বাংলাদেশের জনপ্রিয় তারকা অভিনেত্রী ও বাংলা ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলার ভারতে এটি প্রথম ছবি।

রাজর্ষি দে-র 'আবার কাঞ্চনজঙ্ঘা'র বিশাল সাফল্যের পর 'মায়া' পরবর্তী ছবি। গোটা ছবিটি নারীর ক্ষমতায়নের দৃষ্টিভঙ্গি থেকে তৈরি।

ছবিতে আছেন তনুশ্রী, রিচা, কনীনিকা, সুদীপ্তা, রণিতা, রতশ্রী, দেবলীনা, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তনী, কমলেশ্বর।

রয়েছেন গৌরব চক্রবর্তী, গৌরব চট্টোপাধ্যায়, রাহুল, অনিন্দ্য, ইশান, রোহিত বন্দ্যোপাধ্যায়, অসীম রায় চৌধুরী ও কান সিং সোধা।