বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে আমন্ত্রিত ঋতাভরী চক্রবর্তী, ফ্রেমবন্দি হলেন প্রীতি জিন্টার সঙ্গে।

কালো শাড়ি, খোল চুলে নজর কাড়ছেন ঋতাভরী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা।

এবারের বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে উপস্থিত ছিলেন শাহরুখ খান, সলমন খান, শেহনাজ গিল, প্রীতি জিন্টা ও অন্যান্য়রা

ছোটপর্দা থেকে শুরু করে বড়পর্দার একঝাঁক তারকা। সেখানে হাজির ছিল ঋতাভরীও

বাবা সিদ্দিকির পার্টির আমন্ত্রণ পাওয়া কার্যত বিনোদন দুনিয়ায় অলিখিত স্টেটাস সিম্বল। সোশ্যাল মিডিয়ায় পার্টির ছবি শেয়ার করে নিয়েছেন ঋতাভরী।

শুধু তাই নয়, বাবা সিদ্দিকির পরিবারের সবার ও তাঁদের আতিথেয়তার প্রশংসাও করেছেন ঋতাভরী

সদ্য মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'ফাটাফাটি'-র ট্রেলার। আর টলিউডের সেই ছবির ট্রেলার সাড়া ফেলল বলিউডেও

বলিউডেও কাজ করেছেন ঋতাভরী। আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে পাভেল গুলাটি, রজত কপূর.. সবার সঙ্গেই ঋতাভরী নজর কেড়েছেন

'ফাটাফাটি' তাঁর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি। ফুল্লরা হয়ে ওঠার সফরটা নেহাৎ সহজ ছিল না ঋতাভরীর কাছে।

একটা বড়সড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। ২৫ কেজি ওজন বাড়িয়ে এক্কেবারে অচেনা লুকে সিনেমার পর্দায় ধরা দিয়েছিলেন ঋতাভরী।