আজ অভিনেত্রী লারা দত্তের জন্মদিন। ৪৬ বছরে পা দিলেন অভিনেত্রী। লারা ও প্রিয়ঙ্কা চোপড়া একই বছরে পা রেখেছিলেন বলিউডে, দুটো আলাদা ছবির হাত ধরে। ২০০৩ সালে অক্ষয় কুমারের সঙ্গে 'আন্দাজ' ছবিতে অভিনয় করেছিলেন লারা। সেখানে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়াও। মিস ইউনিভার্সের খেতাব জেতার পর লারা কেবলমাত্র সৌন্দর্যের দিক থেকেই ইতিহাস তৈরি করেননি। সবথেকে বেশি বুদ্ধিমতী প্রতিযোগী হিসেবেও মিস ইউনিভার্সের তালিকায় নিজের নাম তোলেন লারা একাধিক ভাষায় কথা বলতে পারেন লারা দত্ত। হিন্দি এবং ইংরেজি ছাড়াও পঞ্জাবি, কন্নড়, ফরাসি ভাষায় তুখোড় অভিনেত্রী