প্রথম টিজারে নজর কেড়েছিল 'টুথ পরী'। এবার মুক্তি পেল ছবির ট্রেলার। মুখ্য চরিত্রে শান্তনু মাহেশ্বরী ও তানিয়া মানিকতলা।

টেলিভিশন, বড়পর্দার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে নজর কাড়তে চলেছেন 'ডি থ্রি' খ্যাত অভিনেতা ও নৃত্যশিল্পী শান্তনু মাহেশ্বরী।

ওয়েব সিরিজের নাম 'টুথ পরী: হোয়েন লভ বাইটস'। ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে দেখা যাবে এই সিরিজ।

এক সুন্দরী ভ্যাম্পায়ার যখন কোনও এক লাজুক, ক্ষীণ-হৃদয় দাঁতের ডাক্তারের প্রেমে পড়ে, তখন কী হয়? বিদ্যুৎ খেলে যায় চারিদিকে?

তাঁদের প্রেম কাহিনি একপ্রকার নিষিদ্ধ, এমন ধরণের যা বিশ্বের একটি বিভ্রান্তিকর সংঘর্ষে পরিণত হতে পারে।

এই সিরিজের গল্প এক ঘরোয়া মানব দন্তচিকিৎসক ও বিদ্রোহী ভ্যাম্পায়ারের প্রেমের। তাঁদের এই 'অসম' প্রেমের কাহিনিই বলবে 'টুথ পরী'।

শান্তনুর চরিত্রের নাম রয়, অন্যদিকে রুমির চরিত্রে রয়েছেন তানিয়া। ২০ এপ্রিল থেকে এই সিরিজ দেখতে পাওয়া যাবে।

কলকাতার প্রেক্ষাপটে তৈরি, এই রোম্যান্টিক ফ্যান্টাসি থ্রিলার 'প্রেমের কামড়'-এর প্রতিশ্রুতি দেয় যা আপনি কখনওই ভুলবেন না!

মনোরম কলকাতা, তার অন্ধকার গলিপথ, ময়দান মেট্রো স্টেশন, নোনাপুকুর ট্রাম ডিপো।

বাবুঘাট ব্রিজ এবং হাওড়ার ফুল-ঘাট সহ আরও অনেক আইকনিক আকর্ষণের মধ্যে 'টুথ পরি'র জগতকে জীবন্ত করে তুলেছে।

গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে রেবতী, সিকন্দর খের, আদিল হোসেন, শাশ্বত চট্টোপাধ্যায়, তিলোত্তমা সোম, অনিশ রেলকর, রজতাভ দত্ত, স্বরূপা ঘোষ, অভিজিৎ দত্ত।