নিজে ভাল থাকলে, ভাল থাকবে শরীরও

ত্বকের সুস্থতার জন্য তাই মানসিক সুস্থতা জরুরি

মানসিক অশান্তি, উৎকণ্ঠা থেকেও ত্বক শুষ্ক হয়ে যায়

উৎকণ্ঠায় ভুগলে ঘাম বেশি হয়, তা থেকে হাজারো সমস্যা দেখা দেয়

অশান্তিতে থাকলে হাইভস দেখা দেয়, ব়্য়াশ বেরোয়, লাল হয়ে যায় ত্বক

ব়্যাশ বেরনো, দানা দানা ভাব, রোসাসিয়া রোগের ক্ষেত্রে হয়

মানসিক চাপ, উৎকণ্ঠা থেকে সোরাইসিসের প্রকোপ দেখা যায়

একজিমার সমস্যা থাকলে, মানসিক সমস্যায় আরও বেড়ে যায়

চাপ এবং উৎকণ্ঠা থেকে কর্টিসল নির্গত হয়, তা থেকে ব্রণয় ভরে যায় মুখ

চুল পড়ে যাওয়ার সঙ্গেও জড়িয়ে মানসিক সুস্থতা