এসইউভি হলেও পাবেন কুপে ডিজাইন। এই গাড়িকে ভারতের সবথেকে দ্রুত এসইউভি বলা চলে।
সুপার কারের থেকেও বেশি শক্তি রয়েছে এই গাড়িতে। মার্সেডিজ-এএমজি জিএলই 63 এস কুপেতে পাবেন 'রাফ পাওয়ার'।
গাড়িতে 4.0-লিটার V8 বিটুরবো ইঞ্জিন দেওয়া হয়েছে।আপনি দ্রুত গাড়ি স্টার্ট দিলে এটি বৈদ্যুতিক গাড়ির মতো পাওয়ার টর্ক সরবরাহ করে।
থ্রটল ইনপুট আপনাকে বুঝিয়ে দেবে এটি কোনও সাধারণ SUV নয়। প্রচুর শক্তি থাকায় গাড়ি 612bhp ও 850Nm এর বেশি টর্কের ড্রাইভিং অভিজ্ঞতা দেবে
চওড়া কেবিন, ভাল হেডরুম, লেগরুম ও যথেষ্ট বুট স্পেস রয়েছে গাড়িতে।
গাড়ির ভিতরে একটি বিশেষ স্টিয়ারিং হুইল, কার্বন ফাইবার ফিনিশ ও নাপ্পা চামড়ার জন্য এই গাড়ি আলাদা মাত্রা পায়।
গাড়ির দাম রাখা হয়েছে 2.15 কোটি টাকা। তবে এটি গা়ড়ির এক্স শোরুম প্রাইস।
এক কথায় বলতে গেলে এই এসইউভির চেহারা, অন্দরসজ্জা, গুণমান, কর্মদক্ষতা একেবারে অন্যমানের।