টাটা ন্যানোর থেকে ছোট হলেও নজরকাড়া চেহারা। এবার বিশ্ববাজারে চর্চার বিষয় হয়ে উঠল এই ইলেকট্রিক কার।
মাইক্রোলিনো একটি সুইস ডিজাইনের বৈদ্যুতিক গাড়ি। এটি একটি গাড়ির মতো মনে হলেও আদতে একে গাড়ি ও মোটরবাইকের মাঝখানে রাখা চলে।
সাধারণ কারের তুলনায় গাড়িটি অনেক ছোট দেখতে। দেখে মনেই হতে পারে, বাইকের ওপর কেউ গাড়ির ঢাকনা দিয়ে দিযেছে।
এই ছোট গাড়ির মধ্যেও পাবেন স্টোরেজ অপশন। গাড়িতে দু'জন বসার জায়গা রয়েছে। এরপরেও পাবেন ২৩০ লিটারের বুটস্পেস।
মাইক্রোলিনো হল ইউরোপের ক্লাস L7e যান, এটি টেকনিক্যালি একটি চার চাকার সাইকেল। যদিও গাড়ি ডিজাইন করা হয়েছে একটি কমপ্যাক্ট কারের মতো।
এতে একটি ইউনিবডি চ্যাসি, ছোট ব্যাটারি ও নামমাত্র কার্বন ফুটপ্রিন্ট রয়েছে। এর ৯০ শতাংশ উপাদান ইউরোপে তৈরি।
গাড়িটি ইতিমধ্যে ৩০ হাজারের বুকিং পেয়েছে। এটি প্রাথমিকভাবে সুইজারল্যান্ডে 15,340 ডলার (প্রায় 12 লক্ষ টাকা) মূল্যে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।