শান্তিনিকেতনে নতুন ছবির শ্যুটিংয়ে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি এই ছবির মুখ্যচরিত্রে রয়েছেন মিমি ও আবির। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায় পরিচালিত এই ছবির নাম 'রক্তবীজ' কলকাতা ও বোলপুরেই মূলত শ্যুটিং হচ্ছে এই ছবির, মুক্তি পাওয়ার কথা পুজোয়। এদিন শ্যুটিংয়ে হাজির ছিল এক সারমেয়ও, সেও ছবির অভিনেতা। শান্তিনিকেতনে শ্যুটিং করতে মিমি ও আবির ছাড়াও গিয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায় ও কাঞ্চন মল্লিক জোরকদমে চলছে শ্যুটিং। ইতিমধ্যে কিছুটা শ্যুটিং হয়ে গিয়েছে কলকাতাতেও সেটে নতুন অতিথির সঙ্গে পরিচালক শিবপ্রসাদের খুনসুটি থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে, বড়পর্দায় এই প্রথম তাঁদের জুটি। এই প্রথম উইন্ডোজের সঙ্গে বড়পর্দায় কাজ করছেন আবির ও ভিক্টর এছাড়াও, দেবাশীষ ও সত্যমও প্রথম কাজ করছেন উইন্ডোজ-এর সঙ্গে