ফিল্ম ইন্ডাস্ট্রিতে দুই দশক কাটিয়ে ফেললেন তেলুগু আইকন স্টার অল্লু অর্জুন। এক ঝলকে তাঁর সেরা ১০ সিনেমা। 'পুষ্পা: দ্য রাইজ' - ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সাড়া ফেলে গোটা দেশ ছাড়িয়ে বিশ্বে। ভাইরাল হয় ছবির সমস্ত গান। 'রেস গুররম' - ২০১৪ সালে মুক্তি পায় এই ছবি। দুই ভাইয়ের জীবনের প্রতি দুই ধরনের মতামত। তাঁদের নিয়েই এই ছবি। 'আরিয়া' - ২০০৪ সালে মুক্তি প্রাপ্ত এই ছবিই অল্লু অর্জুনকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। সেরা অভিনেতার পুরস্কার পান। 'আরিয়া ২' - দুই ছোটবেলার বন্ধু। বড় হয়ে যাঁরা একই মেয়ের প্রেমে পড়ে। ছবির মুক্তি ২০০৯ সালে। 'বেদম' - ২০১০ সালে মুক্তি পায় ছবিটি। একসঙ্গে চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পায়। পাঁচ মানুষের গল্প নিয়ে তৈরি ছবি। 'আলা বৈকুণ্ঠপুরমুলু' - ছোটবেলায় হাসপাতালে বদলে যায় নিয়তি। এরপর আচমকাই ভবিষ্যৎ বদলে যাওয়া। এই ছবি যথেষ্ট সাড়া ফেলে। 'জুলাই' - ২০১২ সালে মুক্তি পায় এই ছবি। ইতিবাচক রিভিউ পায় এই ছবি। বেস্ট পপুলার ফিচার ফিল্ম বিভাগে 'নন্দি অ্যাওয়ার্ড' পায় ছবিটি। 'সন অফ সত্যমূর্তি' - ২০১৫ সালে মুক্তি পায় ছবিটি। এক ধনী ব্যবসায়ীর ছেলে একাধিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়। 'পারুগু' - ২০০৮ সালের ছবি। গ্রামের মোড়লের মেয়ে পালিয়ে যায়। তাঁকে পালাতে সাহায্য করার সন্দেহে এক দল বন্ধুদের ধরে রাখা হয়। 'হ্যাপি' - ২০০৬ সালে মুক্তি প্রাপ্ত ছবি। পিৎজা ডেলিভারি বয় হিসেবে কর্মরত এক অনাথ ছেলেকে নিয়ে ছবির গল্প।