সারা থেকে মিশা হয়ে ওঠার যাত্রাটা ঠিক কেমন ছিল? খুব শীঘ্রই হটস্টারে মুক্তি পেতে চলেছে সারা আলি খান অভিনীত ছবি 'গ্য়াসলাইট'। সারা আলি খানের আসন্ন ছবি 'গ্য়াসলাইট' নিয়ে দর্শকের উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে। এখানে তাঁর চরিত্রের নাম মিশা। ছবিতে রয়েছে সম্পর্কের একাধিক স্তরও। যার আঁচও পাওয়া যাচ্ছে ট্রেলারে। সারা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। এখানে তাঁর চরিত্রের নাম রুক্মিনী। সারা আলি খান এই প্রথমবার গোটা ছবি জুড়ে হুইলচেয়ার বন্দি। তাঁর চরিত্রের নাম মিশা। মিশার বাবার সহকারীর চরিত্রে অভিনয় করছেন বিক্রান্ত মেসি। সারা বলেছেন, 'গ্যাসলাইট আমার জন্য একটি শেখার জায়গা, এর চরিত্র এবং গল্পটি আমার আগে চরিত্রগুলোর থেকে আলাদা।' সারা আরও বলেন, 'এই ছবিটিতে অভিনয়ের মাধ্য়মে আমি আমার ভক্তদের কাছে অভিনয়ের বিভিন্ন শেড পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ পাব।'