বিজয় ভার্মা বলিউডের অন্য়তম জনপ্রিয় অভিনেতা। তাঁর একাধিক কাজ মনে দাগ কেটে গেছে দর্শকের। 'পিঙ্ক' ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। 'গাল্লি বয়', 'বাগি থ্রি'র মত ছবিতেও দাপিয়ে অভিনয় করেছেন বিজয়। তাঁর অন্য়তম পরিচিতি দেয় তাঁর স্টাইল স্টেটমেন্ট। 'ডার্লিং'-এ আলিয়া ভট্টর বিপরীতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল সব মহলে। স্বল্প দৈর্ঘের ছবি 'শোর'-এর মাধ্য়মে বলিউডে পা রেখেছিলেন বিজয় ভার্মা। ডিজাইনার পোশাকে ব়্য়াম্প মাতাতে বিজয় সবসময়ই পারদর্শী। আজ তাঁর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অগণিত ভক্তরা।