সাদা পোশাকে ঝলমল করছেন মিমি চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি। সদ্য শ্যুটিংয়ের কাজে বাংলাদেশে গিয়েছিলেন মিমি। সেখানে বেশ কিছু স্টেজ-শো তেও অংশগ্রহণ করেছিলেন তিনি। একটি ফটোশ্যুটের জন্য সাদা প্যান্ট-টপে সেজেছিলেন মিমি। সাদা নেটের ফুল হাতা টপ পরেছিলেন তিনি, সঙ্গে ফ্লেয়ার দেওয়া প্যান্ট। সফট কার্লসের সঙ্গে চুল উল্টে পনিটেল করে বেঁধে নিয়েছিলেন মিমি। মুখে ন্যুড মেক আপের সঙ্গে কানে হালকা দুল পরেছিলেন তিনি, খালি ছিল গলা। শ্যুটিংয়ের ফাঁকেই খাদ্যবিলাস। চায়ে চুমুক মিমির। সদ্য গোলাপি পোশাকেও একটি ফটোশ্যুটের ছবি শেয়ার করেছিলেন মিমি। এই সাজের সঙ্গে চুল খোলা রেখেছিলেন তিনি, কানে লম্বা দুল। মানানসই গোলাপি আইশ্যাডো আর হাতের আংটিতে সাজ সম্পূর্ণ করেছিলেন মিমি