ধূসররঙা পালাজো আর অফ শোলডার ক্রপ টপ, সাদামাটা পোশাকেও ঝলমলে মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ছে মিমি চক্রবর্তীর ফটোশ্যুটের ঝলমলে ছবি। পায়ে রুপোলি জুতো আর খোলা চুলই এই সাজের সঙ্গে মিমির স্টাইল স্টেটমেন্ট। কানে বড় রিং পড়েছিলেন মিমি, তাঁর গায়ে আর কোনও গয়না ছিল না। মুখে ন্যুড মেকআপ করেছিলেন মিমি, খোলা ছোট চুলে হাইলাইটস চোখে পড়ছিল। ফটোশ্যুটের মধ্যে নিজের পোষ্যর সঙ্গেও ছবি শেয়ার করে নিয়েছেন মিমি। মিমির দুই পোষ্য তাঁর সবসময়ের সঙ্গী, চিকু ও ম্যাক্স। এর আগে সাবেকি সাজে ছবি শেয়ার করে নিয়েছিলেন মিমি চক্রবর্তী। গোলাপি পোশাকের সঙ্গে তাঁর গলায় দেখা গিয়েছিল ভারি সোনার গয়না। আগামীতে মুক্তি পাবে মিমির নতুন ছবি 'খেলা যখন'