সান বার্ন, পিম্পলসের মতো একাধিক সমস্যার সমাধানে অব্যর্থ কাজ করে পুদিনার রস।



একাধিক সমস্যার সমাধানের সবথেকে সহজ উপায়, অভ্যাস করুন পুদিনা পাতার রস খাওয়া।



অনেক বিশেষজ্ঞদের পরামর্শ তরমুজ, জাম কিংবা লেবুর থেকেও উপকারী পুদিনা পাতা।



পুদিনা পাতার রস খেলে শরীরে ভিতর থেকে একটা শীতলতা অনুভূত হয়।



যাদের হজমশক্তি কম তাঁদের জন্য পুদিনা পাতার রস এককথায় অব্যর্থ ওষুধ।



পেটের গোলমালে ভোগেন এমন মানুষ নিয়মিত পুদিনা পাতার রস খেলে উপকার পাবেন।



ডিহাইড্রেশন নিরাময় করে পুদিনা পাতার রস।



পুদিনা পাতার রস পিম্পলস, র‌্যাশের মতো সমস্যার সমাধন করে।



রোজ পুদিনা পাতার রস খেলে ত্বক থাকে সতেজ।