আজ জন্মদিন বহুমুখী প্রতিভার অধিকারী সকলের পরিচিত মীরের বাংলার জনপ্রিয় তারকা মীরের এক অঙ্গে বহু প্রতিভা রেডিও জকি হিসেবে কাজ শুরু করেন, পরবর্তীকালে আসেন টেলিভিশনের পর্দায় মীরকে বাংলার মানুষ চাক্ষুস দেখলেন সংবাদপাঠক হিসেবে সঞ্চালনা হোক, অভিনয় হোক, কমেডি হোক কিংবা গান, সমস্ত বিষয়েই তুখোড় মীর আফসার আলি আজ তাঁর জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বইছে ছোট পর্দাতেই নিজেকে আবদ্ধ করে রাখেননি মীর, বড় পর্দাতেও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুধুই কৌতুক অভিনয়ই নয়, বেশ কিছু ছবিতে তাঁর সিরিয়াস চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা, সঞ্চালক, কমেডিয়ান, গায়ক, রেডিও জকি, সংবাদপাঠক মীরের প্রতিভা অনেক অভিনয়ের পাশাপাশি বহু ছবিতে বহু তারকার হয়ে কণ্ঠ দিয়েছেন