আজ জন্মদিন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর, তাঁর জন্মদিনে জেনে নেওযা যাক অজানা কিছু তথ্য ১৯৮৯ সালে মিঠুন চক্রবর্তীর ১৯টি ছবি মুক্তি পেয়েছিল, প্রত্যেকটা ছবিতেই নায়কের ভূমিকায় পর্দায় অভিনয় করেছিলেন জিমি ঝিনচ্যাক বলে একটি কমিক বুক প্রকাশিত হয়েছিল মিঠুন চক্রবর্তীর জনপ্রিয়তাকে অবলম্বন করে নাচের বিষয়ে বলিউডে অন্যতম কিংবদন্তি শিল্পী হলেন হেলেন। মিঠুন চক্রবর্তী একসময় হেলেনের সহকারী হিসেবেও কাজ করেছিলেন মিঠুন চক্রবর্তী শুধুমাত্র বাংলা কিংবা ভারতেই জনপ্রিয় নন, এদেশের পরই মিঠুন চক্রবর্তী সবথেকে জনপ্রিয় রাশিয়াতে ১৯৭৬ সালে মিঠুন চক্রবর্তী 'দো আনজানে' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করেন 'ডিস্কো ডান্সার' দিয়েই মিঠুন চক্রবর্তী জনপ্রিয়তার শিখরে পৌঁছন, বলিউড তাঁকে পছন্দ করা শুরু করেছিল 'সুরক্ষা' ছবি থেকে ১৯৯২ সালে যখন সিনে টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে, তখন দিলীপ কুমার এবং সুনীল দত্তের সঙ্গে ভূমিকা নিয়েছিলেন মিঠুন চক্রবর্তী শুধু বাংলা কিংবা হিন্দি ছবিতেই অভিনয় করেননি, তিনি ওড়িয়া, ভোজপুরি, তেলুগু এবং পঞ্জাবি ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী যখন হেলেনের সহকারী হিসেবে কাজ করতেন, তখন তিনি নিজের নাম রেখেছিলেন রানা রেজ