Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

পৃথিবীর মতো দেখতে, এমনই এক গ্রহের খোঁজ নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

নতুন এই গ্রহটি এক্সোপ্ল্যানেট, অর্থাৎ সৌরজগতের বাইরের গ্রহ। Nature-জার্নালে প্রকাশিত হয়েছে এই প্রবন্ধ।

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

নতুন এই গ্রহের নাম TRAPPIST-1b

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

যা তথ্য় মিলেছে, তাতে কার্যত নিরাশ হতে হয়েছে বিজ্ঞানীদের।

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

বিজ্ঞানীরা জানাচ্ছেন, Infra Red ক্যামেরার মাধ্যমে জানা গিয়েছে, TRAPPIST-1b- এর উত্তাপ ২৩০-২৩২ ডিগ্রি সেলসিয়াস।

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

ওই গ্রহে কার্যত কোনও বায়ুমণ্ডল নেই।

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

বিজ্ঞানীদের ধারণা ওই গ্রহটির আহ্নিক গতি নেই। অর্থাৎ একমুখে সবসময় আলো ও অন্যদিকে সবসময় অন্ধকার থাকবে

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

JWST-এর ক্যামেরায় এমন ঘটনা ধরা পড়া পরবর্তী গবেষণার জন্য ভাল বলেই মনে করছেন তাঁরা।

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

যে এলাকায় এই গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে মোট সাতটি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছিল।

Image Source: নাসার ওয়েবসাইট, Pexels

ওই সাতটি গ্রহকে একসঙ্গে TRAPPIST-1 বলা হচ্ছে। পৃথিবী থেকে ৩৭৮ ট্রিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে সেগুলি।