পৃথিবীর মতো দেখতে, এমনই এক গ্রহের খোঁজ নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে নতুন এই গ্রহটি এক্সোপ্ল্যানেট, অর্থাৎ সৌরজগতের বাইরের গ্রহ। Nature-জার্নালে প্রকাশিত হয়েছে এই প্রবন্ধ। নতুন এই গ্রহের নাম TRAPPIST-1b যা তথ্য় মিলেছে, তাতে কার্যত নিরাশ হতে হয়েছে বিজ্ঞানীদের। বিজ্ঞানীরা জানাচ্ছেন, Infra Red ক্যামেরার মাধ্যমে জানা গিয়েছে, TRAPPIST-1b- এর উত্তাপ ২৩০-২৩২ ডিগ্রি সেলসিয়াস। ওই গ্রহে কার্যত কোনও বায়ুমণ্ডল নেই। বিজ্ঞানীদের ধারণা ওই গ্রহটির আহ্নিক গতি নেই। অর্থাৎ একমুখে সবসময় আলো ও অন্যদিকে সবসময় অন্ধকার থাকবে JWST-এর ক্যামেরায় এমন ঘটনা ধরা পড়া পরবর্তী গবেষণার জন্য ভাল বলেই মনে করছেন তাঁরা। যে এলাকায় এই গ্রহের সন্ধান পাওয়া গিয়েছে। সেখানে মোট সাতটি গ্রহের সন্ধান পাওয়া গিয়েছিল। ওই সাতটি গ্রহকে একসঙ্গে TRAPPIST-1 বলা হচ্ছে। পৃথিবী থেকে ৩৭৮ ট্রিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে সেগুলি।