অযোধ্যায় মহাসমারোহে রামমন্দিরের উদ্বোধন হল

সেখানে নজর কাড়ল আম্বানি পরিবার

মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ইশা আম্বানি, আকাশ ও শ্লোকা, অনন্তকেও দেখা গেল

দীর্ঘদিনম পর জনসমক্ষে দেখা গেল অনিল আম্বানিকেও

একদিন আগেই 'অ্যান্টিলিয়া' সেজে উঠেছিল রাম-নামে

আজ অযোধ্যায়তেও তার রেশ পাওয়া গেল খুঁজে

বলিউড তারকাদের সঙ্গে সেলফি তোলা, একান্ত আলাপচারিতাও চলল

মুকেশ এবং নীতা সামনের সারিতে বসে দেখলেন পুজো-অর্চনার অনুষ্ঠান

অনন্তকে অনুষ্ঠানস্থলে দেখা গেলেও, ভিড়ের মধ্যে রাধিকার দর্শন মেলেনি

সাজগোজ থেকে উপস্থিতি, নজর কাড়লেন আম্বানিরা