প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জয় মুম্বই সিটি এফসির

রিয়াধে ইরাকের এয়ার ফোর্স ক্লাবকে হারিয়ে দিল মুম্বই

২-১ গোলে দুর্দান্ত জয়ে ইতিহাসে আইএসএল খেলা এই দলটি

পিছিয়ে পড়েও পড়ে জোড়া গোল করে ম্যাচে ফেরে মুম্বই

৭৫ মিনিটে মুম্বইয়ের হয়ে জয়সূচক গোল রাহুল ভেকের

মুম্বইয়ের হয়ে ৭০ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গেলা করেন দিয়েগো

৫৯ মিনিটে করা গোলে ম্য়াচে প্রথমে এগিয়ে গিয়েছিল এয়ার ফোর্স

গ্রুপে মুম্বই নিজেদের প্রথম ম্য়াচে আল শাবাবের বিরুদ্ধে হেরে গিয়েছিল

বৃহস্পতিবার তারা পরের ম্যাচে মাঠে নামবে আল জাজিরার বিরুদ্ধে

এই জয়ে গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে উঠে এল মুম্বই