ট্রাফিক লাইটে তিন রঙ ব্যবহার হয় কিন্তু এর কারণ আমাদের অনেকেরই অজানা রঙের ব্যবহারের ইতিহাস রয়েছে প্রথমে ট্রেনের জন্য এই নিয়ম আনা হয়েছিল ট্রেন থামানোর জন্য লাল, চলার জন্য সাদা সতর্কতা বোঝাতে সবুজ রং ব্যবহার হত হলুদ রঙটি দূর থেকে সহজেই চোখে পড়ে সতর্কতা সাইন হিসেবে এর ব্যবহার ট্রেন চলার জন্য সাদার পরিবর্তে সবুজ রঙের ব্যবহার শুরু হয় লাল সবসময়ই বিপদের সংকেত বহন করে অনেক দূর থেকেই স্পষ্টভাবে এই রঙটি দেখা যায় ট্রাফিক লাইটের লাল রঙের অর্থ গাড়ি বন্ধ রাখতে হবে এই নিয়মই এখন চলে আসছে