২০২৩ শেষের মুখে। তার ওপর উইকেন্ড। ফলে পার্টি মুড একেবারে অন! আর পার্টি বা উৎসবের মেজাজ মানে সাজগোজ মাস্ট।



সাজগোজের অনুপ্রেরণা যদি বলিউড থেকে পাওয়া যায়? গ্ল্যামার ওয়ার্ল্ডের ডিভাদের থেকেই নেওয়া যাক 'ট্রেন্ডি মেকআপ' টিপস।



যে কোনও ফেস্টিভ্যালে কীভাবে নিজেদের আরও সুন্দর করে তোলেন আলিয়া ভট্ট, কিয়ারা আডবাণী, অনন্যা পাণ্ডে, ক্যাটরিনা কাইফের মতো তারকারা? দেখে নেওয়া যাক।



নববর্ষকে স্বাগত জানাবেন, একটু জমকালো মেকআপ হলে মন্দ কী? অনন্যা পাণ্ডের মতো বেছে নিতে পারেন মেটালিক আইশ্যাডো।



অনেকেই আছেন যাঁরা চোখের বদলে ঠোঁটে গাঢ় মেকআপ পছন্দ করেন। গাঢ় লাল বা নানা শেডের গোলাপী, ড্রেসের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারেন।



সম্প্রতি জাহ্নবী কপূরের লাল ড্রেসের সঙ্গে 'ড্রামাটিক আইলাইনার'ও নিশ্চয়ই দেখেছেন। উইং লাইনারের বদলে জাহ্নবীর মতো 'আই গেম' স্ট্রং করতে পারেন।



নিজের ত্বক, গায়ের সাধারণ রংকেই আঁকড়ে ধরতে পারেন। পার্টিতে গেলে হয়তো একেবারে সামান্য মেকআপ করলেন। ওই যে কথায় বলে, 'লেস ইজ মোর'।



সম্প্রতি চর্চায় তৃপ্তি দিমরি আর তাঁর ব্লাশ অন। যা এক ঝলকে বোল্ডও আবার রোম্যান্টিকও। চোখে বা ঠোঁটে হালকা মেকআপের সঙ্গে গালে রাখতে পারেন গ্লসি গোলাপী ব্লাশ।



নিজের মুখের যা যা তীক্ষ্ণ ফিচার হাইলাইট করাও প্রয়োজন। টিকলো নাক, বা টানা টানা চোখ, লাবণ্যের মাত্রা অনেকটা বাড়ে যদি প্রয়োজন মতো হাইলাইটস ব্যবহার করা যায়।



যতই মেকআপের নানা ধরন চলে আসুক ট্রেন্ডে, 'স্মোকি আইজ' কখনও পুরনো হয় না। গাঢ় কালো আইশ্যাডোর ব্যবহার, স্মোকি আই মেকআপ লাস্য যোগ করে।