Image Source: PIXABAY

শীত মানে স্রেফ হুল্লোড় আর কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া নয়। কিছু সমস্যাও আসে শীতের হাত ধরে।

এই সময় খুব ভোরের দিকে যাঁরা গাড়ি নিয়ে বেরোন, তাঁদের জন্য কুয়াশা বড় সমস্যা।

এক্ষেত্রে বড় দুর্ঘটনা এড়াতে কিছু সতর্কতা মানা দরকার।

প্রথমত, কুয়াশার সময় দৃশ্যমানতা কম থাকে। তাই অযথা ওভারটেকের ঝুঁকি নেবেন না।

হয় 'ফগ লাইটস' ব্যবহার করুন বা অল্প করে 'হেডলাইটস' জ্বালিয়ে গাড়ি চালান।

প্রয়োজন মতো নিয়মিত 'ইন্ডিকেটর' ব্যবহার এই সময়ে আবশ্যক। এতে সংঘর্ষের আশঙ্কা কমে।

ঝড়ের বেগে গাড়ি চালাতে গেলে হিতে বিপরীত হতে পারে। কুয়াশা ঘেরা রাস্তা ফর্মুলা ওয়ানের ট্র্যাক নয়।

যদি দৃশ্যমানতা একেবারে না থাকে, তা হলে গাড়ি রাস্তার ধারে পার্ক করে অপেক্ষা করুন।

'হ্যাজার্ড লাইটস' অবশ্যই জ্বালিয়ে রাখবেন।

আপনার গাড়ি যে রাস্তার পাশে দাঁড় করানো রয়েছে, এর ফলে সেটি বাকি গাড়িগুলির পক্ষে বোঝা সম্ভব হবে।