শক্তি খুইয়ে অভিমুখ বদল ঘূর্ণিঝড় অশনির

বাংলায় প্রভাব পড়বে কি?

সকাল শুরু হয়েছিল মেঘলা আকাশ নিয়ে।

তারপর কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও হয়।

আবহাওয়ার পূর্বাভাস বলছে,

বাংলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই।

শক্তি খুইয়ে অভিমুখ বদল ঘূর্ণিঝড় ‘অশনির’

সন্ধে নাগাদ পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে।

চলছে তুমুল বৃষ্টি

মছলিপত্তনম থেকে দূরত্ব ৪০ কিলোমিটার।

প্রভাব পড়বে না রাজ্যে

তবে জেলায় জেলায় ভারী বৃষ্টি চলবে ।

আগামী ২৪ ঘণ্টায়

নিম্নচাপে পরিণত হবে অশনি।

ঘূর্ণিঝড় অশনির প্রভাব

পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে।

আবহাওয়া দফতর জানিয়েছে,

এখনও পর্যন্ত ল্যান্ড ফলের সম্ভাবনা নেই ।

জলোচ্ছ্বাসও রয়েছে।

বিশাখাপত্তনম ও পুরীতে উত্তাল সমুদ্র।