রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়াতেই এবার স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।
ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে ১০ মে থেকে কার্যকর হয়েছে নতুন সুদের হার। 2 কোটি টাকা বা তার বেশি আমানতের ওপর সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক।
আগে এই নির্দিষ্ট মেয়াদে 3.6 শতাংশ সুদ পেতেন গ্রাহকরা। এবার সেই সুদের হার বাড়িয়ে 4.5 শতাংশ করা হয়েছে।
7 থেকে 45 দিনে 3 শতাংশ, 46 থেকে 179 দিনে 3.5 শতাংশ ও 180 দিন থেকে 210 দিনে 3.5 শতাংশ সুদ দিচ্ছে ব্যাঙ্ক
পাশপাশি 211 দিন থেকে 1 বছরে 3.75 শতাংশ ও 1 বছর থেকে 2 বছরে 4 শতাংশ সুদ দিচ্ছে SBI
2 বছর থেকে 3 বছর 4.25 শতাংশ, 3 বছর থেকে 5 বছরে সুদ পাবেন 4.5 শতাংশ
একইভাবে 5 বছর থেকে 10 বছর মেয়াদে টাকা রাখলে 4.5 শতাংশ সুদ পাবেন গ্রাহক।