দীর্ঘদিন নখে একই পলিশ রাখবেন না।

নেলপলিশ খুঁটে খুঁটে তুলবেন না।

নেলপলিশ খুঁটে খুঁটে তুলবেন না।

নেল পলিশ হাওয়ায় শোকাবেন না।

নেল পলিশ তুলে ফেলার পর ময়শ্চরাইজ করুন।

নখ ভিজে থাকা অবস্থায় ফাইল করবেন না।

অলিভ অয়েল বা নারকেল তেল নেল পলিশ তোলার পর সারা রাত লাগাতে পারেন।

নখের কোনা থেকে নেলপলিশ তুলবেন। পুরনো নেলপলিশ যেন না থাকে।

ভিটামিন বি 12-এর ঘাটতি নখের পক্ষে খারাপ।

দাঁতে নখ কাটবেন না। একে আকার খারাপ হয়ে যায়।

ভাল কোম্পানির নেল পলিশ ব্যবহার করুন। খারাপ রাসায়নিক নখ খারাপ করতে পারে।