তাঁদের 'দোষ' তাঁরা 'মানসিক ভারসাম্যহীন'। তাই তাঁদের আপন করে নিতে চায়নি পরিবারের লোকজন। ফেলে গেছেন রাস্তায়।