তাঁদের 'দোষ' তাঁরা 'মানসিক ভারসাম্যহীন'। তাই তাঁদের আপন করে নিতে চায়নি পরিবারের লোকজন। ফেলে গেছেন রাস্তায়।

এমনই অবস্থার শিকার মহিলাদের উদ্ধার করে এক জায়গায় নিরাপদে রাখে 'ঈশ্বর সংকল্প'। রবিবার সেখানেই হাজির হলেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী।

সোশ্যাল মিডিয়ায় এদিন অভিনেত্রী পোস্ট করেন অজস্র ছবি। সেখানে হোমের বাসিন্দাদের সঙ্গে তাঁকে হুল্লোড়ে মাততে দেখা গেল।

কারও সঙ্গে নাচের তালে পা মেলাতে দেখা গেল তাঁকে, তো কারও হাতে স্নেহভরে পরিয়ে দিলেন চুড়ি। হাসি-আহ্লাদে জড়িয়ে ধরলেন কেউ কেউ।

প্রসঙ্গত, 'নন্দিনী' ওয়েব সিরিজের হাত ধরে ডিজিট্যাল দুনিয়ায় পা রাখছেন ঋতাভরী চক্রবর্তী। এর লঞ্চ বিশেষভাবে উদযাপন করলেন তিনি।

এদিন ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'কল্পনা করতে পারেন যে আপনার কেবল মানসিক সাহায্যের প্রয়োজন বলে আপনার পরিবার আপনাকে রাস্তায় ছেড়ে চলে যাচ্ছে?'

'ঈশ্বর সংক্লপে এসে আমার হৃদয় পূর্ণ আজ। এখানে কলকাতার অলিগলি থেকে উদ্ধার করা সেই সব মহিলাদের রাখা হয় যাঁরা মানসিক সমস্যার শিকার।'

তিনি আরও লেখেন, 'আমার সিরিজ নন্দিনী এই বার্তাই দেয় যে কোনও মানুষ অবাঞ্ছিত নন। আমি নন্দিনীর মুক্তির দিন ভাগ করে নিলাম এই সকল নন্দিনীর সঙ্গে।'

'আড্ডাটাইমস' প্ল্যাটফর্মে ১৫ অক্টোবর মুক্তি পেয়েছে 'নন্দিনী'। যেখানে এক অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে দেখা গেছে অভিনেত্রীকে।

দেবীপক্ষের সূচনায় ওয়েব প্ল্যাটফর্মে এক হবু মায়ের গল্প বলবেন ঋতাভরী। পরিচালনায় মীর ফলক।

Thanks for Reading. UP NEXT

ব়্যাম্পে সিঁদুরে রাঙা নববধূ পরিণীতি

View next story