রুপোলি শাড়ি, খোলা চুলে ঝলমল করছে সিদুঁর, চূড়া। মার্জার সরণীতে তাক লাগালেন পরিণীতি চোপড়া। কাজে ফিরেও সিঁদুর, চূড়া ছাড়েননি, পরিণীতির এই ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। সেপ্টেম্বর মাসের শেষের দিকে রাঘব চড্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পরিণীতি। রাজস্থানে সাত পাতে বাঁধা পড়েছেন রাজনীতি ও বলিউডের দুই তারকা, বর্তমানে তাঁরা থাকছেন দিল্লিতেই পরিণীতি সদ্য একটি আন্তর্জাতিক সংস্থার হয়ে মার্জার সরণীতে হেঁটেছেন। সেখানেই নজর কেড়েছেন সিঁদুর আর চূড়ায়। অনুরাগীরা বলছেন, পরিণীতি মার্জার সরণীতে গিয়েও ভুলে যাননি তাঁর শিক্ষা-সংস্কৃতি। বিয়ের পরে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই চূড়া খোলা যায় না। সেই নিয়ম মানতেই মার্জার সরণীতে গিয়েও হাত থেকে চূড়া খোলেননি পরিণীতি। পরিণীতি এদিন রুপোলি সাদা শাড়ির সঙ্গে একটি লম্বা ভেল নিয়েছিলেন কাঁধে। ভারতীয় পোশাকে নববধূ পরিণীতি এদিন যেমন সবার নজর কেড়েছেন, তেমন জয় করেছেন মনও।